Agrani Doer Banking
 

অগ্রণী দুয়ার ব্যাংকিং

 এজেন্টশীপের জন্য আবেদন করুন

(আবেদন ফর্ম পূরণের জন্য এই লিংকে ক্লিক করুন )  

                                                                                                                                                                                                                                       (পে অর্ডার ফর্ম এর জন্য এই লিংক এ ক্লিক করুন )

অগ্রণী দুয়ার ব্যাংকিং কি?

অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রসিদ্ধ ও সমৃদ্ধ ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছেঁ দেবার লক্ষ্যে দেশব্যাপী  বাস্তবায়িত এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বানিজ্যিক নাম অগ্রণী দুয়ার ব্যাংকিং। অগ্রণী দুয়ার ব্যাংকিং কার্যক্রমে অগ্রনী ব্যাংকের শাখা-কেন্দ্রিক সকল নিয়মিত ব্যাংকিং সেবা স্থানীয় এজেন্ট দ্বারা পরিচালিত সেবাকেন্দ্রে পাশ্ববর্তী কোন একটি শাখার আওতায় প্রদান করা হয়। ব্যাংকের মাষ্টার এজেন্ট ও এজেন্ট ব্যাংকিং সহযোগী প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেস লিমিটেড দেশব্যাপী শক্তিশালী ও কার্যকরী এজেন্ট নেটওর্য়াক স্থাপনের মাধ্যমে অগ্রণী দুয়ার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে ব্যবসা প্রসার করছে এবং গ্রাহক সেবা নিশ্চিত করছে।

Agrani DOER Banking

কেন অগ্রণী দুয়ারের এজেন্ট হবেন?

• বৃহৎ রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্ব করার সুযোগ
• ব্যাংক উদ্যোক্তা হিসেবে আর্থিক সেবা পরিচালনার বিশেষ সামাজিক মর্যাদা অর্জন
• ব্যাংকের পার্টনার হিসেবে নিজস্ব প্রোফাইল তৈরি করার সুযোগ
• আর্থিক প্রতিষ্ঠানে নানাবিধ ব্যবসায়িক সুযোগ গ্রহন
• নিরাপদ ও নির্ঝঞ্জাট ব্যবসা

Agrani DOER Banking

এজেন্ট হবার জন্য শর্ত সমূহ

 

• স্থানীয় এলাকার অধিবাসী বা দীর্ঘদিন ধরে বসবাসকারী ব্যক্তি
• সামাজিক পরিচিতি, সর্বস্তরে গ্রহনযোগ্যতা ও নূন্যতম
প্রভাব–প্রতিপত্তি থাকতে হবে।
• স্থানীয় বাজারে / পর্যায়ে দীর্ঘদিন ব্যবসায়িক
কর্মকান্ড পরিচালনার অভিজ্ঞতা
• একটি ব্যাংকের এজেন্ট আউটলেট নিয়ে থাকলে অন্য
ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করতে পারবেনা।
• কোনো দেউলিয়া অথবা অপরাধ কর্মের সাথে
সম্পৃক্ত ব্যক্তি এজেন্ট হতে পারবেনা।
• ব্যাংক সংশ্লিষ্ট কোন ব্যক্তি
এজেন্ট হতে পারবেনা।
• জনসমাগম রয়েছে এমন ব্যস্ততম বাজারে
খুব আকর্ষনীয় ও সহজে দেখা যায়, এমন স্থানে নূন্যতম
১৫০ বর্গফিট আয়তনের একটি পাকা ঘর (ভাড়া
/মালিকানাধীন) থাকতে হবে।
• নূন্যতম প্রযুক্তি স্বাক্ষরতা (বিশেষত
ইমেইল ও স্মাটফোন ব্যবহারের অভিজ্ঞতা)

কিভাবে এজেন্টশিপ নিবেন

 

• কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে যোগ্যতার নিরীক্ষে একটি সম্ভাব্য তালিকা তৈরি করবে এবং সরেজমিনে তদন্তের জন্য একটি দল পাঠানো হবে।
• প্রাথমিকভাবে নির্ধারিত /মনোনীতকে পরবর্তীতে সাক্ষাৎকারের দিন-তারিখ জানানো হবে।
• চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিতে হবে যার ভিত্তিতে এজেন্সী চুক্তিপত্র স্বাক্ষর করা হবে। 
• চুক্তিপত্র স্বাক্ষরের ৩ কর্মদিবসের মধ্যে আপনার নিকটস্থ অগ্রনী ব্যাংকে (লিংকড শাখায়) Current Account খুলতে হবে এবং জামানত হিসেবে ২,৫০,০০০ টাকার একটি FDR লিয়েন মার্ক করে রাখতে হবে। ।
• চুক্তি স্বাক্ষরের সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে নির্দিষ্ট  ডিজাইন
অনুযায়ী ঘরের কাজ সম্পন্ন করতে হবে।

 


 

প্রয়োজনীয় কাগজপএাদি

•গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য বৃত্তান্ত
• বিগত ৬ মাসের Bank Statement
• বর্তমানে যে ব্যবসা করছে তার সকল ডকুমেন্ট
• ট্রেড লাইসেন্স
• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
• জন্ম নিবন্ধনের ফটোকপি
• পুলিশ ভেরিফিকেশন


Contact us for any queries:

দুয়ার সার্ভিসেস লিমিটেড, সানমুন স্টার টাওয়ার (লেভেল ১১), ৩৭ দিলকুশা বানিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০। হটলাইন নম্বর: ০১৯৮৫৫৫৫০১৫
Email: agent@doer.com.bd, info@doer.com.bd